Picture
যুবতী
আদেল পারভেজ
===========


ছমছমে দুপুর

সিগারেটের ধোঁয়ায় বাতাস ভারি হয়ে আসে,

যুবতী, তোমার দু-চোখে

আজ এত হাসি কেন?

চৈত্রের এই খর তাপে,পুড়ছে আমার শরীর

তুমি আর জ্বালা ধরিও না- আমার এই মনে।



যুবতী, কখনো তোমায় এমন করে হাঁটতে দেখিনি,

এ কেমন লীলায়িত ভঙ্গিমা তোমার- চলন বলনে?

যুবতী, আমি নিস্তেজ হয়ে যাই

ও চোখে এমন করে আর তুমি হেসনা।



যুবতী, তুমি কি মিলবে আমার সাথে আজ?

দূরে যেমন আকাশ আর মাটি মিলে মিসে

একাকার হয়ে আছে- ঠিক তেমন।



যুবতী, আমি উন্মদ হয়ে যাই

তোমার শরীরের ভাঁজে, ভাঁজে এ কোন- মৌনতা?

তোমার চুলের আকুল করা গন্ধে-

আমি মাতাল হয়ে যাই।



যুবতী,তুমি ঘামছো কেন-

তোমার চিবুক বেয়ে এ কোন সুখের ঘাম ঝরে? 

যুবতী, ঠোঁটে রাখো তোমার ঐ ঠোঁট

বুকে মিলাও তোমার ঐ বুক।

বয়ে উদাসী হাওয়া-বড় একলা এই দুপুর 

আসে পাশে সুনসন, 

চলো দু-জন আজ তরল হয়ে যাই। - See more at: http://dhakatimes24.com/2013/12/24/9531#sthash.ZAaxZXI8.dpuf

 

    Author

    Tiplu rk

    Archives

    December 2013

    Categories

    All